সুমিত সরকার সুমন: স্বপ্নের পদ্মা সেতু নির্মানে পাইলিং এবং নদী শাসনের কাজে বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জের মাওয়ায় পৌছেছে ভাসমান ক্রেন ও লাইটার ভাইসাল। এরমধ্যে উচ্চ মালামাল বহন ক্ষমতা সম্পন্ন ২ টি ক্রেন ও ২ টি অত্যাধুনিক লাইটার ভাইসাল রয়েছে। এরই মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতু নির্মান কাজ আরো এক ধাপ এগিয়ে গেল। সেতুর কাজে এই প্রথম নদীতে বহনযোগ্য ভাসমান ভারী যন্ত্রাংশ এসে পৌছালো পদ্মায়।
ঠিকাদারী প্রতিষ্ঠান চীনের চায়না মেজর ব্রিজ কোম্পানী মুল পদ্মা সেতু নির্মান ও একই দেশের সিনো হাইড্রো কোম্পানী নদী শাসনের কাজ করছে।
বিআইডব্লিউটিএর মাওয়া নৌ-ট্রাফিকের ইন্সপেক্টর রিয়াদ হোসেন পদ্মা সেতু নির্মানে পাইলিং ও নদী শাসনের কাজে চীন থেকে ক্রেন ও লাইটার ভাইসাল পৌছানোর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ সব মালামাল মাওয়ার কাছে শিমুলিয়া পয়েন্টে সংরক্ষন করা হয়েছে।
ভাসমান ক্রেন লাইটার ভাইসাল প্রথমে চীন থেকে সমুদ্র পথে চট্টগ্রাম বন্দরে আসে। পরে চট্টগ্রাম বন্দর থেকে আজই পদ্মা সেতু নির্মান প্রান্তে এসে পৌছে ভাসমান ক্রেন ও লাইটার ভাইসাল।
বিডিলাইভ
Leave a Reply