‘মুন্সীগঞ্জে বাস মালিকদের নৈরাজ্য’ শিরমামে নিউজ প্রচারের পর ঢাকা-মুন্সীগঞ্জ রুটের দিঘীরপাড় ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড বাস ভাড়া ৫টাকা কমিয়েছে। বুধবার মুন্সিগঞ্জ সকাল থেকে পূর্বের ভাড়া ৬০ টাকার স্থলে ৫৫ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এর আগে গত ১৬ অক্টোবর এটিএন টাইম ডটকমে নিউজ প্রচারের পাঁচ দিন পর নতুন বাস ভাড়া নির্ধারণ করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জর শেয়ার ব্যবসায়ী শাহারিয়ার হাসান পুটু জানান, ঈদের সময় এলেই কোন অজুহাত ছাড়াই এ রুটের বাস ভাড়া বাড়িয়ে দেয় মালিক কর্তৃপক্ষ। এবারও তাই করেছে তারা। ঈদের তিন-চার দিন আগের থেকে দুটি ট্রান্সপোর্ট কোম্পানি দীঘিরপাড় ও কুসুমপুর পরিবহন ৬০ টাকা থেকে ১০০ টাকা নিয়েছে।
ঈদের কয়েক দিন পর থেকে কুসুমপুর পরিবহন কোম্পানি যথারীতি নির্ধারিত ভাড়া ৫০ করে নিয়ে থাকে। তবে দীঘিরপাড় ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড ৬০ টাকা করে ভাড়া ধার্য্য করে টিকেট ছাপিয়ে ভাড়া আদায় করতে থাকে।
তিনি জানান, এ বিষয়ে যাত্রীরা কাউন্টারে জিজ্ঞাসা করলে বাস শ্রমিকরা দুর্ব্যবহারসহ শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছে। গত সপ্তাহে অনলাইন নিউজ পোর্টাল এটিএন টাইমস ডট কম এ “মুন্সীগঞ্জে বাস মালিকদের নৈরাজ্য” শিরোনামে নিউজটি প্রচারের পর প্রশাসনের চাপে ওই বাস কর্তৃপক্ষ ভাড় কমাতে বাধ্য হয়।
চাকুরিজীবি মিথুন সাহা জানান, মুন্সীগঞ্জ সদর থেকে ঢাকার দূরত্ব ২৮ কিলোমিটার ভাড়া হতে পাড়ে বড়জোর ৪৫ টাকা। কিন্তু একই স্থান থেকে কুসুমপুর পরিবহন নিচ্ছে ৫০ টাকা ভাড়া আর দীঘিরপাড় পরিবহন নিচ্ছে ৫৫ টাকা ভাড়া।
“এক বাজারে দুই ভাও” বাস, বাসের আসনসহ সেবার মান এক থাকার পরও ৫ টাকা কেন বেশী বুঝলাম না। তবে “বাস মালিকদের নৈরাজ্য” নিয়ে নিউজটি প্রচার হওয়ার পর দীঘিরপাড় পরিবহনের ভাড়া ৬০ টাকা থেকে ৫৫ টাকা করা হয়।
মুন্সিগঞ্জ ২এ বিষয়ে দিঘীরপাড় ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের সুপারভাইজার মো. মতিনকে জিজ্ঞেস করলে তিনি জানান, ভাড়া বৃদ্ধি ও কমানোর বিষয়টা আমাদের মালিক জানে। তবে দুই-তিন দিন যাবৎ আমাদের ৫৫ টাকা ভাড়া নেয়ার জন্য বলা হয়। আর আমাদের সার্ভিস ভাল বলে ভাড়াও একটু বেশী।
সূত্র থেকে জনান, ২০১৩ সালে জারি করা বিআরটিএর প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৪০ পয়সা (টোল, ফেরি থাকলে) নইলে স্বাভাবিক ভাড়া ১ টাকা ৭ পয়সা। আর মুন্সীগঞ্জ থেকে সড়কপথে ঢাকার দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার। আর প্রজ্ঞাপন অনুযায়ী এ রুটের ভাড়া হওয়ার কথা ৩৯ টাকা।
দিঘীরপাড় ট্রান্সপোর্ট কোঃ লিঃ ম্যানেজার সামসুদ্দিন হাওলাদার জানান, জেলা প্রশাসকের নির্দেশে ৩০ তারিখ পর্যন্ত ভাড়া কমিয়ে ৬০ টাকার স্থলে ৫৫ টাকা করা হয়েছে। তবে ১ সেপ্টেম্বর ডিসি মহোদয় মালিক পক্ষের বৈঠক রয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত হবে ভাড়া কত টাকা নির্ধারণ করা হবে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জানান, গত ১৯ অক্টোবর বাস মালিকদের ডেকে কঠোর নির্দেশ দেয়া হয়। দ্রুত বাস ভাড়া পূর্বের ভাড়া বহাল রাখার জন্য। আর কোন বৈঠক হবেনা। তারা যদি আবার ভাড়া বৃদ্ধি করে তাহলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এটিএন টাইমস
Leave a Reply