শ্রীনগরের দুই ইউনিয়নে পৃথক অভিযানে মাদকসহ ৬ জন আটক

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দুইটি ইউনিয়নে অভিযান চালিয়ে ২২২ বোতল ফেনসিডিল ও ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়। বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় কুকুটিয়া ও ষোলঘড় ইউনিয়নে অভিযান দুইটি চালায় পুলিশ।

পুলিশ সূত্র জানায়, উপজেলার কুকুটিয়া ইউনিয়নের হাড়িয়ামুন্সী গ্রামের নওশেদ মৃধার বাড়ি থেকে ২২২ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা নওশেদ মৃধা, তার স্ত্রী নাছিমা বেগম ও মোঃ মনিরকে গ্রেফতার করা হয়।

অপর অভিযানে ষোলঘড় ইউনিয়নের জোড়াদীঘিরপাড় এলাকা থেকে বিক্রির সময় ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাছুম(২৮), মোঃ মহাসিন(৩০) ও আব্দুল কাদির(৩৬) নামে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, বেশকিছুদিন যাবৎ মাদক বিরোধী অভিযান চলছে উপজেলার বিভিন্ন স্থানে। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ছয়জনকে মাদক বিক্রয়কালে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়। পরে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করে।

এটিএন টাইমস

Leave a Reply