অলেম্পিক ভিলেজের তৈরীর পরিকল্পনা

লৌহজংয়ে পদ্মার চরে ক্রীড়া প্রতিমন্ত্রী ও সেনা প্রধান
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মার চরে অলেম্পিক ভিলেজ তৈরীর পরিকল্পনা চলছে। সোমবার সরেজমিন এই জমি পরিদর্শনে আসেন ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার, ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ হাসান রাসেল এমপি, বাংলাদেশ সেনা বাহিনীর প্রধান ও বাংলাদেশ অ্যালেম্পিক এ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল করিম ভূইঁয়া এবং পুলিশের সাবেক আইজি বর্তমান ক্রীড়া সচিব নুর মোহাম্মদ। হেলিকপ্টার যোগে তারা দুপুরে পদ্মার চরে অবতরণ করেন। তাদের অভ্যর্থনা জানান মাওয়া নির্মাধীন পদ্মা বহুমুখী সেতুস্থ ৯৯ কম্পোজড ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ নুর জিলানী।

পরে তাঁরা মাওয়ার কাছে উত্তর মেদিনী মন্ডল এবং দক্ষিণ কোলাপাড়া মৌজা পরিদর্শন করেন। এরপর আবার কপ্টার যোগে ঢাকায় ফিরেন। পদ্মার চরের ব্রাহ্মনগাও মৌজার গুচ্ছগ্রাম এলাকায় নির্মিত অস্থায়ী হেলিপেডে বেলা সোয়া ১২টায় তারা অবতরণ করেণ। প্রস্তাবিত এ অলিম্পিক ভিলেজের জন্য জমি ঘুরে দেখেন। জমির পাশে তাবুর নিচে ম্যাপের মাধ্যমে পুরো এলাকা সম্পর্কে ধারণা দেয়া হয়। প্রায় ৫শ’ ৫২ একর জমিতে এ অলিম্পিক ভিলেজ করার পরিকল্পনা চলছে বলে একটি সূত্র জানায়। পরে তাঁরা দুপুর পৌনে একটায় পরে হেলিকপ্টার যোগে শ্রীনগরের দোগাছি হেলিপেডে আবতরণ করেন। সেখান থেকে সড়ক পথে দ্বিতীয় সম্ভাব্য স্থান উত্তর মেদিনী মন্ডল এবং দক্ষিণ কোলাপাড়া পরিদর্শন করে।

জনকন্ঠ

Leave a Reply