আরিফ হোসেন: শ্রীনগরে শিশু ধর্ষন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাগ্যকূল এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মহাদেব মন্ডল (৩৫) কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মহাদেব মন্ডল ভাগ্যকূল গ্রামের জগদীশ মন্ডলের ছেলে। সে কয়েক বছর আগে ঐ এলাকার ছয় বছরের এক শিশুকে ধর্ষন করে ভারতে পালিয়ে যায়। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমানিত হওয়ায় মুন্সীগঞ্জ আদালত ২০১২ সালে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাচঁ লাখ টাকা জরিমানা করে। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply