টঙ্গীবাড়ী উপজেলা হতে নিমতলা হয়ে ঢাকা যাওয়ার রাস্তায় খিলপাড়া ব্রীজ নির্মানের জন্য তৈরী করা বিকল্প রাস্তা কেটে জমির পানি নিস্কাশন করায় টঙ্গীবাড়ী হতে বেতকা হয়ে ঢাকা বাসসহ অন্যান্য যানবাহন যাতায়াত বন্ধ হয়ে গেছে। ফলে বিপাকে পরেছে এলাকাবাসী।
এর আগে উক্ত ব্রীজের নিচ দিয়ে পানি নিস্কাশন হলেও এ বছর ব্রীজটি পূর্ণ সংস্করনের জন্য ব্রীজের পাশ দিয়ে তৈরী করা রাস্তাদিয়ে যান-চলাচল করতো। কিন্তু আলু চাষের এই মৌসুমে খালের উপর তৈরী ব্রীজটির পাশ দিয়ে খাল বন্ধ করে রাস্তা নির্মানের কারনে কৃষকের জমি হতে পানি নিস্কাশন না হওয়ায় কৃষকরা বাধ্য হয়ে ১০-১২ দিন আগে রাস্তাটি কেটে দেন। প্রায় ৮ মাস আগে উক্ত ব্রীজটি পূর্ণ নির্মানের জন্য ভেঙ্গে রাখলেও এখন পর্যন্ত নির্মান কাজ শুরু না হওয়ায় এলাকাবাসীর মনে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান, বর্ষা মৌসুমের কারনে কাজ বিলম্বিত হচ্ছে। এখোন পানি কমতে শুরু করছে। কয়েকদিনের মধ্যে পূর্ণদমে কাজ শুরু হবে।
বিক্রমপুর চিত্র
Leave a Reply