হরগঙ্গা কলেজে ইচ্ছামতো অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিবাদে শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞানের সেমিস্টার পরীক্ষা বর্জন ও প্রতিবাদ মিছিল করে। গতকাল দুপুর দেড়টার দিকে কলেজে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, বিগত ৩ দিন ধরে প্রতিবাদ করে কোন সমাধান না হওয়ায় বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা এ অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে মিছিল বের করে। আন্দোলনরত হিসাব বিজ্ঞান, ২য় বর্ষের ছাত্রী নুসরাত জানান- ২য় বর্ষের রেজিস্ট্রেশন ফি বাবদ ২৮শে অক্টোবর নোটিশ বোর্ডে প্রথমে ১৭৭৫ টাকা জমা দেয়ার কথা বলে নোটিশ টানানো হয়। পরের দিন নোটিশ বোর্ডে কলম দিয়ে কাটাকাটি করে ২২৫৫ ও মসজিদ বাবদ ১০০ মোট ২৩৫৫ টাকা জমা দেয়ার কথা বলা হয়। চাঁদপুরে ১৫০০, তিতুমির ১৯০০ টাকা নিচ্ছে। অথচ আমাদের এখানে টাকা অনেক বেশি নিচ্ছে আর ইচ্ছামতো।
নুসরাতের সঙ্গে গলা মিলিয়ে সবাই বলল, অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে হরগঙ্গা কলেজের ফি’র ব্যবধান অনেক বেশি। অপ্রয়োজনীয় খাতে টাকা আদায়ের প্রতিবাদ করে সবাই। আরও জানা গেল, প্রতিষ্ঠান যদি চায় অপ্রয়োজনীয় খাতে টাকা ধার্য না করলেও পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ যে টাকা নেয়া তা পুরোটা খরচ হয় না। কলেজের ডিপার্টমেন্টগুলোতে কর্মচারী না বাড়লেও এ খাতে নেয়া হয় অতিরিক্ত টাকা। এমনও খাত আছে যার সুফল শিক্ষার্থীরা ভোগ করে না, অথচ তারা টাকা দিচ্ছে।
এ বিষয়ে অধ্যক্ষ প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামান বলেন, অন্য কলেজের কথা কমবেশি নিতে পারে তবে আমাদের কলেজে সরকারি নিয়ম অনুযায়ী টাকা নেয়া হচ্ছে।
মানবজমিন

Leave a Reply