মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে মেঘনার জলদস্যু বল্লা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শাহ-জালালকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
বল্লা বাহিনীর জলদস্যু প্রধান জাহাঙ্গীর রয়েছেন বর্তমানে জেল হাজতে। তার অনুপস্থিতিতে সেকেন্ড ইন কমান্ড শাহ-জালাল ৩০-৩৫ জনের জলদস্যু বাহিনীর মূল নেতৃত্বে ছিলেন।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হাসান বল্লা বাহিনীর জলদস্যুদের সেকেন্ড ইন কমান্ড শাহ-জালালকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
টাইমটাচনিউজ
Leave a Reply