প্রবীন আইনজীবী মুজিবুর রহমানের আবারও বিয়ের গুঞ্জণ

টক অব দ্যা টাউন
মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জের প্রবীন আইনজীবী মুজিবুর রহমান আবারও বিয়ে করার গুঞ্জণ উঠেছে। এ নিয়ে মুন্সীগঞ্জ আদালতপাড়া আইনজীবীসহ শহরের বিশিষ্টজনদের মধ্যে মুখরোচক আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি মুন্সীগঞ্জ শহরে ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হয়েছে। আর এ বিয়ের ঘটনা ঘটে থাকলে এ নিয়ে তার বিবাহের সংখ্যা দাঁড়ালো ৩-এ। আগের ২ স্ত্রী ও তাদের ঘরেও সন্তান রয়েছে। তবে, তার তৃতীয় বিয়ে করার খবরটির সত্যতা কেউ দিতে পারেনি। কিন্তু বুধবার থেকে পুরো শহর জুড়ে বিয়ে করার ঘটনা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে।

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির একাধিক সদস্য জানান, মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আক্তার হোসেন এডভোকেট মুজিবুর রহমানের জুনিয়র ছিল। সে সুবাদে তার স্ত্রী সালমার সঙ্গে তার পরিচয়। এ পরিচয়ের সূত্র ধরে এডভোকেট মুজিবুরের অবাধ যাতায়াত শুরু হয় আক্তার হোসেনের বাসায়। এ নিয়ে আইনজীবী আক্তার ও তার স্ত্রী সালমার সঙ্গে বনিবনা শুরু হয়। স্ত্রী সালমা তার অবাধ্য চলে গেলে তাকে তালাক দিয়ে অতি সম্প্রতি আক্তার হোসেন মুন্সীগঞ্জ আদালতে তার পেশা ছেড়ে ঢাকার হাইকোর্টে আইন পেশা শুরু করেছেন। আক্তার ও সালমা দম্পত্তির ঘরে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছেন। বর্তমানে সালমাও মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশায় রয়েছেন। ২টি বিয়ের পর আবার অন্যের স্ত্রীকে নিয়ে অবাধ মেলামেশার ঘটনাটি দীর্ঘদিন ধরে আদালতপাড়াসহ শহরের বিশিষ্টজনদের মধ্যে কৌতুহলের সৃস্টি হয়। এ ঘটনার প্রতিবাদে মুন্সীগঞ্জ আদালতের সাধারণ আইনজীবীরা আজ বৃহস্পতিবার আদালত চত্বরে একটি মিছিল করারও প্রস্তুতি নিয়েছিল। কিন্তু শেষাবধি তার আর হয়নি।

এর আগে দারোগা শামীমের একটি মামলায় শামীমের স্ত্রী পারভীন বেগম মক্কেল হয়ে তার কাছে এলে সন্তানসহ প্রথম স্ত্রী’র অমতে পারভীনকে দ্বিতীয় বিয়ে করেন এডভোকেট মুজিবুর রহমান। এ নিয়ে প্রথম স্ত্রী ও দ্বিতীয় স্ত্র’ীর মধ্যে শহরের দেওভোগের বাড়িতে হাতাহাতি-চুলোচুলিসহ মরিচের গুড়ো পর্যন্ত ছিটানো হয়।

বর্তমানে প্রথম স্ত্রী দেওভোগ ও দ্বিতীয় স্ত্রী শহরের পিটিআই সংলগ্ন ইসলামপুরের বাড়িতে বসবাস করছেন। বিয়ে করার গুঞ্জনকৃত তৃতীয় স্ত্রী সালমা দেওভোগে বসবাস করছেন। সালমার স্বামী এডভোকেট আক্তার মন:কষ্টে ঢাকায় বসবাস করছেন। এদিকে, দ্বিতীয় স্ত্রী পারভীন বেগমের সঙ্গে এডভোকেট মুজিবুরের বনিবনা না হচ্ছিল না। পারভীনের ঘরে আগের স্বামীর একটি ও এডভোকেট মুজিবুর রহমানের একটি সন্তান রয়েছে। কিছু দিন আগে এডভোকেট মুজিবুর রহমানকে ছেড়ে স্ত্রী পারভীন বেগম শহরের ইসলামপুরের জনৈক হেলালের হাত ধরে উধাও হয়ে গেছে।

এ ব্যাপারে এডভোকেট মুজিবুর রহমান বলেন, তার তৃতীয় বিয়ে করার ঘটনা সত্য নয়। আইনজীবী শাহীন মো. আমানউল্লাহসহ আওয়ামী লীগের একটি পক্ষ এসব ঘটনা ছড়াচ্ছে।

এ ব্যাপারে আইনজীবী শাহীন মো. আমানউল্লাহ বলেন, শুধু আমি কেন, সবাই জানে তার এ বিয়ে ও ফস্টিনষ্টির কথা।

এ ব্যাপারে আইনজীবী আক্তার হোসেন জানান, আমার কাছে আমার স্ত্রী সালমা আক্তার অস্বীকার করেছে বিয়ের ঘটনাটি। সালমার নামে শহরের সার্কিট হাউস সংলগ্ন জিপিএইচ বহুতল ভবনের একটি ফ্লাট কিনা হয়েছে। সেখানে নাকি স্বামীর নাম এডভোকেট মুজিবুর রহমান লেখা রয়েছে। এ বিষয়ে আমি সালমাকে চার্জ করলে সে অস্বীকার করে। মুজিবুর রহমানের কারনে আমার সংসার ভেঙে গেছে। আমি গত কয়েকদিন আগে ঢাকায় বাসা নিয়ে বসবাস করছি। তবে, গত বুধবার সালমার ফুফু তাকে ফোন দিয়ে জানিয়েছে ফ্লাটে স্বামীর নাম এডভোকেট মুজিবুর রহমান লেখা নেই। তার কারনে আমি সালমাকে তালাক দিতে বাধ্য হয়েছি।

উল্লেখ্য, এডভোকেট মুজিবুর রহমান মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, শহর বিএনপির সাবেক সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর ছিলেন। বর্তমানে তিনি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান (কাজী জাফর) হিসেবে রয়েছেন। গত ২০০৮ সালের জাতীয় পার্টির (এরশাদ) ব্যানারে মুন্সীগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ২হাজার ২শ’ ভোট পান এডভোকেট মুজিবুর রহমান। গেল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় অবস্থানে ছিলেন।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply