পশ্চিম মুক্তারপুরে প্রতিপক্ষের হামলায় ৪ নারী আহত

শেখ মো. রতন: পূর্ব-বিরোধের জের ধরে মুন্সীগঞ্জ সদরের পশ্চিম মুক্তারপুর এলাকায় শুক্রবার দিবাগত রাতে প্রতিপক্ষের হামলায় ৪ নারী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় রাতেই সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আহত অবস্থায় মায়রা খাতুন (৬০), সেতারা বেগম (৩২), শুক্কুর বানু (২৭) ও আল-আমিন বিবিকে (৪২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার এএসআই নিরঞ্জন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ আব্দুর রশীদ ওরফে রশুন ও তার ছেলে উসমান গনির নেতৃত্বে ১০-১২ জনের একটি গ্রুপ ময়নাল হক মোল্লার বাড়িতে হামলা চালায়।

এ সময় ওই গ্রুপটি ৪ নারীকে বাড়িতে পেয়ে বেধড়ক লাঠি পেটা করে। এ ঘটনায় আহত নারী সেতারা বেগম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে, অভিযোগ দায়ের করায় শনিবার আহত মায়রা খাতুন ও সেতারা বেগমকে প্রতিপক্ষ আব্দুর রশীদ ও তার দলবল নিয়ে প্রাননাশের হুমকি দিচ্ছে বলে জানান হাসপাতালে ভর্তি সেতারা বেগম।

টাইমটাচনিউজ

Leave a Reply