বাউশিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ৩

আজ সকাল ৯ টার সময়. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া বাস স্টান্ডে সড়ক দূর্ঘটনায় আহত ৩। ঢাকা গামি দ্রুত গতির একটি প্রাইভেটকার ( নারায়নগঞ্জ – ভ ০২-০১১০) একটি পিকআপকে ধাক্কা দিলে এ দূর্ঘটনায় ঘটে। দূর্ঘটনায় আহতরা হলেন ১) আল-আমিন(২৮), ২) শরিফ (২৫), ৩) ইমন (২২)। তারা সবাই কুমিল্লার হাজিগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল।

গজারিয়া আলোড়নঃ

Leave a Reply