লৌহজংয়ে পদ্মানদী থেকে উদ্বার গলাকাটা যুবকের পরিচয় মিলেছে

বৃহস্পতিবার লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের সিংঙ্গের হাটি এলাকার পদ্মা নদী থেকে উদ্বার করা গলা কাটা যুবকের পরিচয় মিলেছে। লৌহজং থানার ওসি মোহাম্মদ তোফাজ্জেল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে লাশের ছবি দেখে তার পরিচয় মিলে। উদ্বার হওয়া যুবকের নাম মোহাম্মদ আব্দুল্লা (৩৭) সে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কামালদি গ্রামের জামাল মিয়ার ছেলে বলে জানাযায়।

তবে সে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন। এছাড়াও মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি এলাকার একটি মসজিদে সে ইমামতি করতেন বলেও স্থানীয় সুত্রে জানাযায়।

নিহতের আত্মীয় স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় সে লৌহজং উপজেলার মাওয়া এলাকায় বেড়াতে আসে। এর পর থেকে সে নিখোঁজ হয়। তবে মাওয়া কোন বাড়িতে বেড়াতে এসেছে তা কেউ এখনও বলতে পারছে না। মাওয়া এলাকায় কার বাড়িতে আব্দুল্লা বেড়াতে এসেছে পুলিশ তা খোঁজ খবর নিচ্ছে বলেও জানা যায়।

তবে বৃহস্পতিবার রাতেই ময়না তদন্ত শেষে আব্দুল্লার লাশ তার আত্মীয় স্ব‌জনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে । তবে কেন কি কারনে তাকে হত্যা করা হয়েছে পুলিশ তদন্ত তাছাড়া এখনই সব বলতে পারছে না।

উল্লেখ্য বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে লৌহজং থানার পুলিশ এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে পদ্মা নদীর মাওয়া এলাকা থেকে ভেসে আসা যুবকের লাশ লৌহজংয়ের সিংঙ্গের হাটি এলাকায় আহাদ আলী মোল্লার বাড়ির সামনে পদ্মা নদী থেকে উদ্বার করে।

বাংলাপোষ্ট

Leave a Reply