লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়া গ্রামে প্রেমিকার বাড়িতে রাত যাপন করতে এসে খুন হয় মুয়াজ্জিন আবদুল্লাহ। এতে পরকীয়ার বিষয়টি উঠে আসলেও আবদুল্লা খুন হওয়ার খবর পেয়েই রোববার পর্যন্ত মাদ্রাসায় অনুপস্থিত রয়েছে তারই সহপাঠী হাসান নামের একই মাদ্রাসার এক ছাত্র।
লৌহজং থানার ওসি মোহাম্মদ তোফাজ্জেল হোসেন জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কামালদি গ্রামের জামাল মিয়ার ছেলে মো. আবদুল্লা এবং লৌহজং উপজেলার বাসিন্দা হাসান কেরানীগঞ্জের চুনকুটিয়ার সুভাঢ্যা পূর্বপাড়া জামিয়া চান মিয়া ওহাবুল উলুম মাদ্রাসার দাওরা হাদিসের ছাত্র। সহপাঠী হিসেবে হাসানের সঙ্গে এক সঙ্গে চলাফেরা, ওঠাবসা করতেন এবং সে বেশ কয়েকবার টাকাও ধার নিয়েছে আবদুল্লার কাছ থেকে। মাদ্রাসার খাওয়া খরচ এবং অন্যান্য প্রয়োজনে প্রায় সময়ই হাসান টাকা ধার নিয়ে চলত বলে জানান নিহতের ভগ্নিপতি মো. সোহেল।
এ পর্যন্ত প্রায় ৭৪ হাজার টাকা বিভিন্ন কাজের কথা বলে আবদুল্লার কাছ থেকে ধার নেয় হাসান। পুলিশ জানায়, হাসানের বাড়ি লৌহজং উপজেলায় তবে কোন গ্রামে তা এখনও খোঁজ পাওয়া যায়নি। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আবদুল্লা খুন হওয়ার পরদিন বৃহস্পতিবার থেকেই মাদ্রাসা থেকে উধাও হয়ে যায় হাসান, এখন পর্যন্ত সে মাদ্রাসায় যায়নি।
পুলিশের ধারণা, এ খুনের ব্যাপারে হাসান অনেক কিছু জানে হয়তো এ কারণে মাদ্রাসা থেকে গা ঢাকা দিয়েছে। এদিকে পুলিশ হাসানকে হন্যে হয়ে খুঁজছে। একই সঙ্গে সানজিদা আক্তার সেতুকেও পুলিশ খুঁঁজছে বলে জানা যায়। তবে এদের যে কাউকে গ্রেফতার করতে পারলে খুনের আসল ঘটনা বেরিয়ে আসবে বলে ধারণা করছে পুলিশ। উল্লেখ্য মঙ্গলবার রাত ১০টায় কেরানীগঞ্জ থেকে বাসে করে লৌহজংয়ের মাওয়া আসে আবদুল্লা।
এরপর মাওয়া থেকে রাত ১২টা নাগাদ দক্ষিণ হলদিয়ায় আসে আবদুল্লা। এরপর নিখোঁজ হওয়ার একদিন পর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লৌহজং থানা পুলিশ এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পদ্মা নদীর দক্ষিণ হলদিয়া এলাকায় আহাদ আলী মোল্লার বাড়ির সামনে নদী থেকে ভাসমান অবস্থায় আবদুল্লার গলাকাটা ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।
বিক্রমপুর চিত্র
Leave a Reply