টঙ্গীবাড়ীতে রাস্তার মধ্যে ট্রাকের মাল খালাস : দীর্ঘ যানজট

ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ী বাজারের রাস্তার মধ্যে যত্রতত্র ট্রাক থামিয়ে মাল খালাস করায় দির্ঘ যানজটের সৃষ্টি হচেছ। টঙ্গীবাড়ী বাজারের একাধিক সার ও আলুর দোকানদার কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে অতি যানচলাচলকারী টঙ্গীবাড়ী-হাসাইল, মাওয়া- মুক্তারপুর সংযোগ সড়কের টঙ্গীবাড়ী বাজারে সার ও আলু ভর্তি ট্রাকের মালামাল অফিসে যাতায়াতের সময় খালাস করায় ঘন্টার পর ঘন্টা যানযট লেগেই থাকে।

শুক্রবার হতে জেএসসি পরিক্ষা শুরু হওয়ায় টঙ্গীবাড়ী পরিক্ষা কেন্দ্রে পরিক্ষা দিতে এসে যানজটের কারনে চরম ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ৯টা হতে টঙ্গীবাড়ী বাজারের মহাদেব ঘোপের দোকান রনি ট্রেডাস এর সামনে আলু ভর্তি ট্রাক খালাস করার সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যার কারনে জেএসসি পরিক্ষার্থীসহ বিপাকে পরে অফিসগামী লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সড়িয়ে দিলে যানজট মুক্ত হয়। টঙ্গীবাড়ীর যানজটের চিত্র নিয়ে একাধিকবার টঙ্গীবাড়ী আইনশৃঙ্খলা মিটিংয়ে আলোচনা হলেও তা নিরাসন না হওয়ায় হতাশ হয়ে পরেছে এ রাস্তায় যাতায়াতকারী লোকজন।

বিক্রমপুর চিত্র

Leave a Reply