জয়কে নিয়ে কোনো কথা বলার নাই, সে বাচ্চা ছেলে : বি চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বিকল্প ধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘জয়কে নিয়ে কোনো কথার বলার নাই। সে বাচ্চা ছেলে। দীর্ঘদিন বিদেশে ছিল। এখনো বাঙালি হয় নাই। এখনো গণতন্ত্র বুঝে না। ধীরে ধীরে গণতন্ত্র শিখছে। তার জন্য দোয়া রইল।’

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘৭ নভেম্বরের চেতনা : আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।‘বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবচেয়ে বড় রাজনৈতিক নেতা ছিলেন’ মন্তব্য করে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘যারা দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করে তারপর রাজনীতিতে প্রবেশ করেছেন তারাই সবচেয়ে বড় রাজনৈতিক নেতা। জিয়াউর রহমান তাদেরই একজন।’

তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমান বিল্পবী চিন্তা-চেতনা দিয়ে দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন। শুধু পতাকা ও ভূখণ্ডে স্বাধীনতা নয়। তিনি সার্বভৌমত্বের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। এ কারণে তাকে নিহত হতে হয়েছে।’আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘ক্ষমতা ও দায়িত্বের বিভাজনটা বুঝতে হবে। দায়িত্ব ও ক্ষমতার বিভাজন না বুঝলে দেশে শান্তি আসবে না। আওয়ামী লীগের রাজনীতিবিদরা শুধু ক্ষমতা বোঝেন, তাই তারা দায়িত্ব পালন না করে ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন।’

সংগঠনের সভাপতি কবির মুরাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, অ্যামিরেটাস অধ্যাপক ও ঢাবির সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতারা।

বাংলাপোষ্ট

Leave a Reply