সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় মঙ্গলবার বিকেলে পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে যুবদলের বিক্ষোভ মিছিল। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যুবদল ওই মিছিল বের করে।
বিকেল সাড়ে ৪ টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশ ব্যাড়িকেট সৃষ্টি করে। এ সময় মিছিলটি পন্ড হয়ে যায়।
সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, মিছিলের অনুমতি নেই। তাই আইন-শৃংঙখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিছিল করতে দেওয়া হয়নি।
এদিকে, বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেলে যুবদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে পুলিশের বাঁধার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, যুবদলের সভাপতি তারেক কাশেম খান মুকুল, শহর বিএনপির সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল আজিম স্বপন, শহর যুবদলের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক বুরজাহান ঢালী, ছাত্রদল নেতা আল-আমিন প্রমুখ।
বিডিলাইভ
Leave a Reply