সিরাজদিখানে ৯৬ ক্যান বিয়ারসহ নূর হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সে উপজেলার বালুচর ইউনিয়নের ভাসানচর গ্রামের নাসির উদ্দিনের পুত্র। সিরাজদিখান থানার এএসআই খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ ১৮ নভেম্বর মঙ্গলবার রাত ১১টার সময় তার বাড়িতে অভিযান চালিয়ে ৯৬ ক্যান বিয়ার উদ্ধার করে। অবৈধ এই বিয়ার রাখার অপরাধে নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিরাজদিখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সিরাজদিখান থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
বাংলাএক্সপ্রেস
Leave a Reply