টঙ্গীবাড়ীতে আলোকিত তরুন প্রজম্মের শিক্ষা উপকরন বিতরণ

ফখরুদ্দিন রাসেল: টঙ্গীবাড়ী উপজেলার বানারী বহুমুখী স্কুল মাঠে শুক্রবার বিকেলে ৫ম শ্রেণীর সমাপনী পরিক্ষার্থীদের ৪ মাস ফ্রি কোচিং শেষে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আলোকিত তরুন প্রজন্ম (এটিপি) নামের সংগঠনের উদ্যেগে শিলপরায়ন, দাতারা, হাসাইল প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীকে এ ফ্রি কোচিং শেষে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন।

উক্ত সংগঠনের সভাপতি নুরে আলম এর সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান, বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লক্ষি রাণী ঢালী, টঙ্গীবাড়ী প্রেস ক্লাব সভাপতি ব.ম শামীম সহ- সভাপতি ডিএম বেলায়েত শাহিন, সদস্য শেখ রাসেল, শফিউল বাশার, ফ্রি কোচিং করানো এলাকার উদ্যেগী তরুন শিক্ষক, ফাহিম মুনতাসির, ইমতিয়াজ হোসেন ইমরান, আলভী রহমান, ইব্রাহিম শেখ, রাকিব বেপারী প্রমিলা ঢালী প্রমূখ।

বিক্রমপুর চিত্র

Leave a Reply