ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল সানরাইজ কিন্ডার গার্টেন মাঠে শুক্রবার বিকেলে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অগ্রগামী সংসদ নামের সংগঠনের আয়োজনে ফয়সাল হাওলাদার এর সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি জগলুল হাওলাদার ভূতু, টঙ্গীবাড়ী থানা ওসি আ. মালেক, সানরাইজ কিন্ডার গার্টেন এর সভাপতি মন্টু বেপারী, হাসাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার, সাবেক সভাপতি মনির হোসেন ফকির, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, এম এ জামান এপোলো বেপারী, আজিজ সর্দার, আলাউদ্দিন ডাক্তার, বারেক সেখ, আনিসুর রহমান, তপু হাওলাদার, খোকন বেপারী প্রমূখ।
মাদক সমাবেশে বক্তরা বলেন, বর্তমানে উপজেলার হাসাইল ও পাঁচগাঁও এলাকায় মাদক সেবী ও মাদক বিক্রেতা বৃদ্ধি পেয়েছে। মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মাদক বিক্রেতারা হাসাইল পদ্মার পারে ও পদ্মার দূর্গম চরের হাসাইল, পাচঁগাওঁ, কামারখাড়া, দিঘিরপাড় এলাকায় ব্যাপক আকারে মাদক বিক্রি করছে। বিশেষ করে ইয়াবা ট্যাবলেডে সয়লাব হয়ে গেছে উক্ত এলাকা। মাদক নির্মূলে পুলিশের ভূমিকা রহস্যজনক বলে জানান বক্তরা।
বিক্রমপুর চিত্র
Leave a Reply