সিরাজদিখানে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সেলিনা ইসলাম: সিরাজদিখান থানা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১২টায় থানার বাগানে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ও সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার কুতুবুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সিরাজদিখান থানার অফিসার ইন-চার্জ ইয়ারদৌস।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আঃ মতিন হাওলাদার, কেবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সামসুল হক হাওলাদার, পল্লি বিদ্যুৎ সমিতির জেলা সভাপতি জাকির হোসেন, শেখর নগর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, লতব্দি ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল হক, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি সামসুজ্জামান পনির প্রমূখ।

এছারা আরও উপস্থিত ছিলেন, শিক্ষক, ইমাম, সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন স্পটে মাদক দ্রব্য অবাধে বিক্রি হচ্ছে। বিভিন্ন স্কুল-কলেজের সামনে বখাটে ছেলেদের আড্ডা ও ইভটিজিং বেড়েগেছে। শীতের শুরুতেই চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে।

এসময় সহকারী পুলিশ সুপার জানান, পুলিশের পাশাপাশি আপনাদের সহযোগীতার প্রয়োজন রয়েছে। এছারা ইভটিজিং রোধে একজন ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাপোষ্ট

Leave a Reply