‘ইভটিজিংয়ের শিকার’ স্কুলছাত্রী শারমিন সুলতানার আত্মহত্যার প্রতিবাদে শিক্ষার্থী ও শিক্ষকরা মৌন মিছিল করেছেন। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন।
এ ভি জে এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে রবিবার সকালে মিছিলটি বের হয়। এটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে তাদের স্মারকলিপি দেওয়া হয়। এতে ইভটিজিংয়ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়।
স্কুলের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, ‘আমরা ইভটিজারদের দ্রুত গ্রেফতার ও সুবিচার চেয়ে মৌন মিছিল করেছি। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছি। তারা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
উল্লেখ্য, মুন্সীগঞ্জ শহরের এ ভি জে এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শারমিন সুলতানা (১৪) বখাটেদের ‘উত্ত্যক্তের’ জেরে ১৬ নভেম্বর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি কাটাখালী এলাকার আব্দুল রবের মেয়ে।
দ্য রিপোর্ট
Leave a Reply