মিরকাদিমে জামিন পেয়ে বাদীকে হত্যার হুমকি আসামি পক্ষের

কাজী দীপু: মুন্সীগঞ্জে সন্ত্রাসী হামলায় গ্রেপ্তার হয়ে আদালত থেকে জামিন পেয়ে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে আসামিরা। গত দুই দিন ধরে একের পর এক হত্যার হুমকি-ধামকিতে মুন্সীগঞ্জের মিরকাদিমে অসহায় একটি পরিবার আতঙ্কে দিনযানপন করছে।

এদিকে, এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার রাত ৯টার দিকে হামিদা হানু ময়না নামের এক গৃহবধূ মুন্সীগঞ্জ সদর থানা জিডি রুজু (নং-১২৭০) করেছেন।
জানা গেছে, গত ২১ শে নভেম্বর স্বত্ত্ব দলীয় জমিতে চাষাবাদ করার সময় প্রতিপক্ষ গোলাম মোস্তফা গং অর্তকিত হামলা চালিয়ে গৃহবধূ হামিদা হানু ময়না (৩৭), হাসিনা আক্তার(৩৪)-কে মারধর করে।

এ ঘটনায় ওইদিন রাতে থানায় মামলা রুজুর পর পুলিশ প্রধান আসামি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
গৃহবধূ হামিদা হানু ময়নার স্বামী কামরুল ইসলাম জাহাঙ্গীর জানান, ২৩ শে নভেম্বর মামলার আসামি মুন্সীগঞ্জ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এখন মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও তার পরিবারের অন্য সদস্যদের নানাভাবে ভয়ভীতিসহ হত্যার হুমকি দিচ্ছে।

এছাড়া, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে আসামিরা। এর ফলে মামলার বাদীসহ পরিবারের সদস্যরা বর্তমানে চরম আতঙ্কে দিনযাপন করছে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে সদর থানার এএসআই কামাল হোসেন হোসেন জানান, ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply