মুন্সীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজ করতে ব্যর্থ হয়ে এক কিশোরীর (১৮) অশ্লীল প্রতিচ্ছবি তৈরি করে মোবাইল ফোনের ব্লু-টুথ ও মেমরি কার্ডের মাধ্যমে ছড়িয়ে দেওয়া দুই বখাটে যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে কিশোরী বাদী হয়ে বখাটে বাপ্পী দেওয়ান (২৬) ও হাসানকে (২৩) আসামি করে সদর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা রুজু করেছে।
এর আগে বুধবার রাতে গ্রামবাসীর সহায়তায় বখাটে বাপ্পী দেওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির বাংলানিউজকে জানান, সদর উপজেলার স্বরসতী গ্রামের শাহজাহান মোল্লার কিশোরী মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়ে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টা চালায় বখাটে প্রেমিক বাপ্পী দেওয়ান।
অনৈতিক কাজে ব্যর্থ হয়ে বখাটে বাপ্পী তার বন্ধু হাসানের নয়াগাওঁ এলাকার বাড়িতে কম্পিউটারের মাধ্যমে বস্ত্রবিহীন অশ্লীল প্রতিচ্ছবি তৈরি করে মোবাইল ফোনের ব্লুটুথ ও মেমোরী কার্ডের মাধ্যমে একাধিক মোবাইলে ছড়িয়ে দিয়ে মানহানি করে।
স্থানীয় যুবক বদরুজ্জামান শ্যামল জানান, মানহানিকর এ ঘটনা ছড়িয়ে পড়ার পর বুধবার রাতে বখাটে বাপ্পী দেওয়ানকে আটক করে কিশোরীর পরিবারের লোকজন ও এলাকাবাসী। পরে আটকদের নিয়ে যাওয়া হয় বজ্রযোগনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মুন্সীর বাড়িতে।
তিনি জানান, সেখানে থেকে সাংবাদিকদের সহায়তা নিয়ে বিষয়টি মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপারকে (এএসপি-সদর সার্কেল) অবহিত করা হলে হাতিমাড়া ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি গ্রেফতার ও তাদের কাছে থাকা কিশোরীর অশ্লীল ছবি সম্বলিত মেমোরি কার্ড ও কম্পিউটার জব্দ করে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply