ডিঙ্গাভাঙ্গায় ৭ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

শেখ মো. রতন: মুন্সীগঞ্জের গোয়েন্দা সংস্থ্যা ডিবি পুলিশ ৭ কেজি গাঁজাসহ ফারুক আহম্মেদ (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ডিবি পুলিশের এসআই বেলাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ফারুকসহ ৭ কেজি গাজা আটক করে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গ্রেপ্তারকৃত ফারুককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের এসআই বেলাল হোসেন জানান, প্রথমে মাদক বিক্রেতা ফারুককে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে বসত বাড়ির উঠানের মাটির নিচের সেপটিক ট্যাংকের ভেতর থেকে ৭ কেজি গাজা উদ্ধার করে। মাদক বিক্রেতা ফারুক ডিঙ্গাভাঙ্গা এলাকার আবুল হাসেমের ছেলে।

টাইমটাচনিউজ

Leave a Reply