মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে এবং ডক্টরস ভেন ডি ওয়েরল্ড-ন্যাদারল্যান্ডসের সহযোগীতায় শুক্রবার ঠোটকাটা, তালুকাটা ও পোড়া রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্পের চিকিৎসা সেবাকার্যক্রমের সমপনী অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ সার্কিট হাউসে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ।যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং এসই ভিপি মোফাজ্জল হোসেনসহ ন্যাদারল্যান্ডসের মোডিক্যাল টিমরে চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
বিক্রমপুর চিত্র
প্রশংসনীয় উদ্যোগ।