গজারিয়ার মহাসড়কে পুলিশ তোরণ নির্মাণ করতে দেয়নি : ব্যানার-ফেস্টুন ভাঙ্গ‌চুর

কুমিল্লায় খালেদা জিয়ার জনসভা উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ার মহাসড়কের পাঁচ কিলোমিটার এলাকায় পুলিশি বাঁধায় জেলা বিএনপি কোন তোরণ নির্মাণ করতে পারেননি। জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক সসম্পাদক আলহাজ আবদুল হাই এ অভিযোগ করেন।

তিনি জানান, শুক্রবার গভীর রাতে ও গতকাল শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড থেকে বাউশিয়া পাখি পয়েন্ট পর্যন্ত বেগম খালেদা জিয়ার জনসভার কোনো তোরণ ও ব্যানার-ফেস্টুন নির্মাণ করতে দেয়নি পুলিশ।

তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন সাঁটালে ক্ষমতাসীন দলের লোকজন তা ভাঙ্গ‌চুর ও তছনছ করে। এ ব্যাপারে গজারিয়া ওসি ফেরদৌস হাসান বলেন, ‘মহাসড়কে তোরণ নির্মাণ নিষিদ্ধ থাকায় বিএনপি নেতাকর্মীদের তা নির্মাণে বাঁধা দেওয়া হয়েছে। তবে কোনো ব্যানার-ফেস্টুন ভাঙ্গ‌চুর বা তছনছ করা হয়নি।’

উল্লেখ্য, শনিবার দুপুর ১২টার দিকে গজারিয়া উপজেলার মহাসড়ক দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কুমিল্লার জনসভায় যান।

বাংলাপোষ্ট

Leave a Reply