পদ্মায় দুটি স্পীডবোটের সংঘর্ষে আহত ৮

মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে দুটি স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শরীয়তপুরের জাজিরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি স্পীডবোটের সাথে পদ্মায় মাগুরখন্ড চ্যানেলের কাছাকাছি বিপরীত দিক থেকে ছেড়ে যাওয়া স্পীডবোটে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছে।

স্পীডবোটে থাকা ১৫ যাত্রীকে স্থানীয়রা ট্রলার ও স্পীডবোটের মাধ্যমে উদ্ধার করে। এদের মধ্যে ফরহাদ ও দেলোয়ারকে নামের দুজনকে শিবচরের পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়।

বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, ‘ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। স্পীডবোটের সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। চালকেরা গা ঢাকা দিলেও যাত্রীদের ব্যাপারে কোন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

তবে যাত্রীরা সাঁতরে উঠতে সক্ষম হয়েছে বলে দুর্ঘটনার কাছাকাছি থাকা জেলেরা জানিয়েছে।’

মাদারীপুরের শিবচর থানার ওসি আব্দুস সাত্তার জানান, পুলিশের একটি টিম একটি বোট নিয়ে মাঝ পদ্মায় রয়েছে। দুর্ঘটনার শিকার বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠেছে মাওয়া পাড়ে উঠেছে। তারপরও তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ।

এটিএন টাইমস

Leave a Reply