ঘন কুয়াশার কারণে বন্ধ হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর সচল হয়েছে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটের সকল ধরনের নৌযান চলাচল। সোমবার বেলা ১১টার দিকে কুয়াশা কেটে গেলে উভয় ঘাট থেকে ফেরিসহ সকল নৌযান চলাচল শুরু করে।
এর আগে রোববার দিবাগত মধ্যরাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) চন্দ্র শেখর শীর্ষ নিউজকে জানান, ঘন কুয়াশার কারণে উভয় ঘাট থেকে ছেড়ে আসা ৫টি ফেরি গত রাত ২টায় মাঝ পদ্মায় নোঙ্গর করতে বাধ্য হয়। এরপর থেকে এ রুটের ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
এদিকে স্থানীয় সূত্র জানায়, শিমুলিয়া ঘাটে প্রায় ৫শতাধিক ছোট-বড় গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। শিমুলিয়া ঘাট থেকে মাওয়া চৌরাস্তা পর্যন্ত প্রায় ৫ কি.মি. সড়কে যানজট রয়েছে।
শীর্ষ নিউজ
Leave a Reply