ঘন কুয়াশায় শিমুলিয়া – কাওড়াকান্দি ১০ ফেরি মাঝ নদিতে আটকা

ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরিসহ সকল নৌ-যান ভোর রাত ৪ টা খেকে বন্ধ রয়েছে। সকাল ৮ টা পযন্ত মাঝ নদীতে আটকা পরে প্রায় দুই সহস্রাধিক যাত্রীসহ দশটি ফেরি। এর মধ্যে ২টি রো রো ফেরি, ৬টি ড্যাপ ফেরি, ২ টি কে টাইপ ফেরি। কনকনে শীতের মধ্যে যাত্রীসাধারণ অবর্ণনীয় দুর্ভোগে পরে।

এসব তথ্য দিয়ে শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক জানান, ঘন কুয়াশার কারনে বয়াবাতি কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। এছাড়া ঘন কুয়াশার কারণে লঞ্চ ও স্পিট বোড চলাচলও বন্ধ ছিল। তবে কয়াশা কেটে গেলে ফেরি ছারা হবে ।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নাইট কোচসহ দু’পারে প্রায় সোয় ৫ শ’ যান পারাপারে অপেক্ষায় রয়েছে।

বিডিলাইভ

Leave a Reply