ছাত্রীকে যৌন হয়রানি : বখাটে প্রদীপ গ্রেফতার

শহরের পুলিশ লাইনের কাছে কলেজছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় নেশাগ্রস্ত অবস্থায় মঙ্গলবার দুপুরে প্রদীপ চন্দ্র ঘোষকে (২৫) পুলিশ গ্রেফতার করেছে। সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, সরকারী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে (১৮) সোমবার যৌন হয়রানি করে এই বখাটে। পরে ইদ্রাকপুর গ্রামের বাসিন্দা শিক্ষিকা নিজে বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

পুলিশ পরে মঙ্গলবার বখাটেকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বখাটে প্রদীপ একই গ্রামের (ইদ্রাকপুর) হাকিম আলীর বাড়ির ভাড়াটিয়া দিলীপ চন্দ্র ঘোষের পুত্র।

জনকন্ঠ

Leave a Reply