গাজায় চলছে হত্যাযজ্ঞ
মুসলিম বিশ্বে ঈদ,
ঘুমে বিভোর আরব বিশ্ব
ভাঙছে না যেই নিদ।
লক্ষ হাজার নারী শিশুর,
জীবন যখন ঝরে,
মদে মাতাল আরব বিশ্ব,
ঘুমায় জলসা ঘরে।
বিশ্ব বিবেক বধির হয়ে
দিচ্ছে না আর সাড়া,
রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে
নেই যে তাদের তাড়া।
বিশ্ব মোড়ল আমেরিকা
অস্ত্র চালান দিয়ে,
হোলি খেলা খেলছে তারা
শিশুর জীবন নিয়ে।
শিশু হত্যা করছে যারা
তারাও কি নয় মানুষ?
নিজ সন্তান মরবে যে দিন
সেদিন হবে হুশ।
নিজ ভূমিতে ফিলিস্তিনি
কেন্ যে পরাধীন?
আশায় আশায় স্বপ্ন দেখে
হবেই তারা স্বাধীন।
বুকের রক্ত দিচ্ছে তারা
আর বেশি দিন নয়
রক্ত বৃথা যায় কখনো?
হতেই হবে জয়।
টোকিও
Leave a Reply