বাংলাবাজার ও শিলইয়ের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন

মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জের বাংলাবাজার ও শিলইয়ের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন-ড্রেজিং করায় বসতবাড়ি ও ফসলী জমি নিয়ে এখন দু:শ্চিন্তায় দিনযাপন করছেন নদী তীরবর্তী মানুষ। এসব কর্মকান্ডের সঙ্গে সন্ত্রাসীরা জড়িত থাকায় ভুক্তভোগী সাধারণ মানুষগুলোর অভিযোগ জানানোর এখন আর জায়গা নেই।

হত্যাসহ একাধিক মামলার আসামি হয়েও দীর্ঘদিন ধরে অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে যাচ্ছে যুবলীগ কমী সুমন মৃধা ও মিস্টার মিজি। মিস্টার মিজি পরিবারের সাইফুদ্দিন, সোহেল মিজিসহ সব ভাইয়েরাই পদ্মার নৌ-ডাকাত হিসেবে পুলিশের লিস্টে নাম রয়েছে। মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে। ইতোমধ্যে জেলা সদরের শিলই ও বাংলাবাজার ইউনিয়নের ৫শ’ একর ফসলী জমি ও কয়েকশ বসতবাড়ি পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে।

এখনও ঝুঁকিতে রয়েছে অসংখ্য ভিটাবাড়ি ও ফসলী জমি। জীবনের ভয়ে নীরবে এ অন্যায় অত্যাচার সহ্য করে যাচ্ছে ভুক্তভোগীরা। পুলিশে কাছে পলাতক থেকে প্রকাশ্যে কয়েক বছর ধরেই অবৈধভাবে দাপটের সাথে বালু কেটে যাচ্ছে ব্যবসায়ী শফি মোল্লা হত্যা মামলার চার্জশীটভুক্ত ৩নং আসামী স্থানীয় যুবলীগ কর্মী সুমন মৃধা। বাড়িঘর বা ফসলী জমি কোন কিছুই রক্ষা পাচ্ছেনা এই সন্ত্রাসীর অবৈধ কর্মযজ্ঞ থেকে। বাড়িঘর ও সহায় সম্বল হারিয়ে দিশেহারা এই অঞ্চলের অধিকাংশ মানুষ।

ভুক্তভোগীরা জানান, বহালতবিয়তে বালু কেটে নিয়ে যাচ্ছে শিলই ইউনিয়নের সন্ত্রাসী সুমন মৃধা ও পাশের ইউনিয়ন বাংলাবাজারের মিস্টার মিঝি নামের আর এক প্রভাবশালী। পদ্মানদীতে ড্রেজিং করায় বাড়িঘর ও কৃষিজমি রয়েছে চরম ঝুঁকির মুখে। গত দুই বছর ধরে সন্ত্রাসী চক্রটি ড্রেজিং করে যাচ্ছে। তাতে এক সময় আমাদের বসত বাড়ি ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। দ্রুত ড্রেজিং বন্ধ করে ভাঙনের হাত থেকে রক্ষা করার দাবি জানান তারা।

এ ব্যাপারে সুমন মৃধা বলেন, কতলোক গেলো আইলো। কেউ তো আমার ড্রেজিং বন্ধ করতে পারলো না। আর পারবেও না।

এব্যাপারে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, এটি সত্য হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অচিরেই এই বালু দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ৬৯

Leave a Reply