শেষ কথাটি হয়নি বলা
চলে গেলে তুমি,
লক্ষ কোটি ভক্তকুল আর
কাঁদায়ে জন্মভুমি।
থাকবে কেবল স্মৃতি হয়ে
উঠবেনা হাতে তুলি,
থাকবে না আর তুলির যাদু
কেমনে তা ভুলি?
মক্তবেতে শিক্ষা শুরু
সর্বোচ্চয় তা শেষ,
আজন্ম এক তুলি যোদ্ধা
ধন্য হলো যে দেশ।
চিত্র কলায় বেছে নিলে
গ্রাম নদী আর মাটি,
দেশ প্রেমের উৎকর্ষতায়
তুমি-ই ছিলে খাঁটি।
শিল্প-প্রানহীন তুমি এখন
অসার একটা দেহ,
তোমায় ছাড়া চারুকলা
ভাবতে পারে কেহ?
আঁকবে কে আর গ্রামবাংলার
সবুজ শ্যামল ছবি,
কার তুলিতে উঠবে ভরে?
উষার আলো রবি।
হরেক রকম রঙের খেলায়
তুমি-ই ছিলে কবি,
রং তুলির ঐ দেয়াল সাটায়
তুমি-ই হলে ছবি।
বই-মলাটের অনিন্দতায়
অন্যতম রূপকার,
শিল্পকলায় তোমার অভাব
পূরণ করা ভার।।
সদ্য প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরী স্মরনে
টোকিও
Leave a Reply