ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া থেকে ছিনতাই হওয়ার ২৭ দিন পর ২০ লাখ টাকার সুতাভর্তি একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জের টানবাজার এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
এদিকে, পৃথক অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, বজলু (৪০), ইউছুফ আলী (৫২), ইফাদ (২৭), আলমগীর (৩৭) ও রাশেদ (২৮)। তাদের সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুবক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গত ১১ নভেম্বর চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ভোর রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার পাখি পয়েন্টে আমেরিকান ইফেইড বাংলাদেশ কোম্পানির আনুমানিক ২০ লাখ টাকার সুতাসহ কাভার্ডভ্যান ছিনতাই হয়।
এ সময় চালক খায়রুল ইসলাম ও সহকারী রাসেলকে আহতবস্থায় মহাসড়কের পাশে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা।
পরে এ ঘটনায় জাকির হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে গজারিয়া থানায় একটি মামলা করেন।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply