পদ্মা সেতু প্রকল্প
মীর নাসিরউদ্দিন উজ্জ্বল: পদ্মা সেতুর ক্ষণগণনা শুরু হয়েছে। সোমবার সেতু নির্মাণে প্রয়োজনীয় সকল জমি ঠিকাদারী প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক লিউ জিন হুয়া জমি বুঝে নিয়েছেন। তাই চুক্তির শর্তানুযায়ী আগামী ১৪৬০ দিন অর্থাৎ চার বছরের মধ্যে এই সেতুর কাজ সম্পন্ন করতে হবে।
সে অনুযায়ী ২০১৮ সালের ৭ ডিসেম্বর মধ্যে সেতুর সকল কাজ সম্পন্ন করতে হবে। বিলম্ব করলে ঠিকাদারী এই প্রতিষ্ঠানকে দিনপ্রতি দুই কোটি ৪২ লাখ টাকা করে জরিমানা গুনতে হবে। মূল সেতুর এই কাজের চুক্তি মূল্য নির্ধারিত হয়েছে ১২ হাজার ১৩৩ কোটি টাকা। সোমবার সকল আনুষ্ঠানিকতা শেষে পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম কাউন্ট ডাউনের পত্র দিয়েছে এই ঠিকাদারী প্রতিষ্ঠানকে। ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এই পত্র গ্রহণ করেছে। এই তথ্য সোমবার রাতে নিশ্চিত করে প্রতিষ্ঠানটি জানায়, নির্ধারিত সময়ের আগেই সেতুর কাজ সম্পাদনের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।
জনকন্ঠ
Leave a Reply