আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ ও সিরাজদিখানে ১০ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ও সিরাজদিখান উপজেলা মিলনায়তনে পৃথক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
এর আগে মুন্সীগঞ্জ শহর ও সিরাজদিখানে পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন-সহকারী পুলিশ সুপার (সদর) কানিজ ফাতেমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারাবান তাহুরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেছা নাজমা প্রমুখ।
পরে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় মুন্সীগঞ্জ সদর উপজেলা থেকে নির্বাচিত বিভিন্ন ক্ষেত্রে সফল পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়।
অন্যদিকে, একই সময়ে সিরাজদিখানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আবুল কাসেম।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply