সহকারী কমিশনারের স্বাক্ষর জাল করে নামজারী : সার্ভেয়ার বাধ্যতামূলক ছুটিতে

ডিএম বেলায়েত শাহিন: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনারের স্বাক্ষর জাল করে জমি নামজারী করার অভিযোগে সার্ভেয়ার নজরুল ইসলামকে বুধবার বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। সম্প্রতি শামসূল হক নামের এক ব্যাক্তির সেরজাবাদ মৌজার অর্পিত জমি সহকারী কমিশনার (ভূমি) রাহেলা রহমতুল্লাহর স্বাক্ষর জাল করে নামজারী করেন উক্ত সার্ভেয়ার। বিষয়টি পরে ফাঁস হয়ে যায়। এই ঘটনায় সার্ভেয়ারকে ১৫ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনাটির তদন্ত চলছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি রাহেলা রহমতুল্লাহ জানান, অফিসের কাজে ভুল করায় এই সার্ভেয়ারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এদিকে ভূমি অফিসের সরকারি মোটারবাইক সহকারী ঢাকায় রেখে এই কমিশনারের স্বামী নিয়মবর্হিভূতভাবে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। তবে সহকারী কমিশনার এই অভিযোগ অস্বীকার করে বুধবার রাতে বলেছেন, “ সরকারি দু’টি মোটরবাইকই অফিসে আছে। এখনও এসে দেখতে পারেন।”

বিক্রমপুর চিত্র

Leave a Reply