সিপাহিপাড়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে বৃদ্ধার লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহিপাড়া বল্লালবাড়ি এলাকায় অজ্ঞাত পরিচয়ে (৭০) এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ থানার পুলিশ। নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।

মুন্সীগঞ্জ হাতিমারা ফাড়ির উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন জানান, স্থানীয় এলাকাবাসীর সড়কের পাশে বৃদ্ধা মহিলার লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। রামপাল ইউনিয়নের সিপাহিপারা বল্লালবাড়ি এলাকায় সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা চলছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিটির বাড়ি অন্য কোন স্থানে বলে ধারনা করা হচ্ছে। বৃদ্ধা মহিলাকে কোন গাড়ি চাপা দেওয়া হয়েছে বলে ধারনা করছে পুলিশ। নিহত বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিলাইভ

Leave a Reply