শিমুলিয়ায় ফেরিঘাট এলাকায় ৪ ঘণ্টা পর বাস চলাচল শুরু

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় (মাওয়ার নতুন ঘাট) টিকিট কাউন্টার বসানোকে কেন্দ্র করে পরিবহন মালিক-শ্রমিকদের দু’গ্রুপের বিরোধে চার ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট এলাকায় রবিবার সকাল সাড়ে ৭টার দিকে আরাম পরিবহনের বাস কাউন্টার বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ ১২টি পরিবহনের বাস মালিক-শ্রমিকরা সড়কে এলোপাতাড়ি বাস ফেলে ব্যাড়িকেট সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

পরে সহকারী পুলিশ পরিদর্শক (এএসপি) শ্রীনগর সার্কেল কুতুবুর রহমানের মধ্যস্থতায় পরিবহন মালিক-শ্রমিকদের দু’গ্রুপের মধ্যে সমঝোতা হয়। বেলা পৌনে ১২টার দিকে মহাসড়ক থেকে ব্যাড়িকেট তুলে নেওয়া হলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।

মাওয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী জানান, শিমুলিয়া ফেরিঘাটের বাসস্ট্যান্ডে আরাম পরিবহনের নতুন একটি বাস কাউন্টার বসানো হলে ভিআইপি, ডিএম, ইলিশ, গোধুলী, গুনগুনসহ ১২টি পরিবহনের বাস মালিক-শ্রমিকরা বাস ফেলে ব্যাড়িকেট সৃষ্টি করে।

তিনি জানান, এতে মহাসড়কে যাত্রীবাহী বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় শিমুলিয়া ফেরিঘাট থেকে মাওয়া চৌরাস্তা ছাপিয়ে খানবাড়ি পর্যন্ত যানবাহনের দীর্ঘ যানজটের চিত্র দেখা যায়।

এর আগে রবিবার ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘন কুয়াশায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। একদিকে ঘন কুয়াশা ও অন্যদিকে পরিবহন মালিক-শ্রমিকদের দু’গ্রুপের বিরোধে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দক্ষিণবঙ্গের যাত্রী সাধারণের ভোগান্তি চরম আকার ধারণ করে।

দ্য রিপোর্ট

Leave a Reply