শ্রীনগরে ইয়াবাসহ আটক ৪ মাদক ব্যবসায়ী কারাগারে

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইয়াবাসহ আটক চার মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে তাদের মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়। এর আগে, র‌্যাব-১১ কার্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- তোয়েল সারেং (৩৫), শামিম (২৫), আল মনসুর (২৬) ও রাসেল (২৫)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল র‌্যাব-১১ কার্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চারশ’ পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ তোয়েল সারেং, শামিম, আল মনসুর ও রাসেলকে আটক করে শ্রীনগর থানা পুলিশ।

শ্রীনগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বাংলানিউজকে জানান, দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply