গজারিয়ায় তুরকী কম্পানির অবৈধভাবে শ্রমিক ছাটাইয়ের অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফারন্সে তুরকী কম্পানির বিরুদ্ধে অবৈধ ভাবে শ্রমিক ছাটাইয়ের অভিযোগ উঠেছে। ফারন্সে তুরকী নামে এই কম্পানি টি সিদ্ধরগঞ্জ থেকে ভাখরাবাদ গ্যাস সংযোগের কাজে নিয়েজিত। অবৈধ ভাবে ৩০ জন শ্রমিককে বহিষ্কার করার অভিযোগ পাওয়া গেছে।

জানাযায় তিন মাস দরে এই শ্রুমকদের বেতন বাতা দেয়া হয়না এর প্রতিবাদ করাতে গত ২৮ নভেম্বর ১৩ জনকে এবং ৭ ডিসেম্বর ২৩ জন মোট ৩০ জন শ্রমিককে তিন মাসের বকেয়া বেতনভাতা নাদিয়ে কোন রকম পূর্ব নোটিশ ছাড়াই এই সকল শ্রমিকদের ছাটাই করার করা হয়। শ্রমিকগন বেতনভাতা নাপেয়ে মানবেতর জীবন যাপন করছে এই শ্রমিকরা অধিরার রক্ষাথে একজোট হয়ে বকেয়া বেতনের দাবি করলে শ্রমিকদের অবৈধ ভাবে ছাটাই করা হয়। এই বিষয়ে প্রশাসনিক দ্বায়িত্বে থাকা মো ঃ কাশেমের সাথে ফোনে যোগাযোগ করার হলে তিনি আমাদের ফোন রিসিব করেন নাই।

গজারিয়া আলোড়ন

Leave a Reply