সিরাজদিখানে নবান্ন উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুমিত সরকার সুমন: সিরাজদিখানে নবান্ন উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব সমাজের আয়োজনে শনিবার সন্ধ্যায় উপজেলার আরমহল গ্রামে এই উৎসব অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। নবান্ন উৎসব অনুষ্ঠানে রকমারি পিঠা পায়েস এর সমারোহ ঘটে।

মুফতি নূরুল ইসলামের দোয়া পাঠে অনুষ্ঠান শুরু হয়। শতায়ু পেরিয়েছেন এমন তিন জনের মধ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইদ্রিছ আলী মুন্সি (১১০), বিশেষ অতিথি ছিলেন, মমেলো খাতুন (১১২) ও আলহাজ্ব মান্নান শেখ (১০৪)। আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লাভলু সরদার। আরো উপস্থিত ছিলেন, মোঃ রমজান আলী সরদার, জহিরুল ইসলাম, কামরুজ্জামান, ইসহাক মেম্বার প্রমূখ।

পরিশেষে সঙ্গিত পরিবেশন করেন, সামিয়া জামাল, রাইমা আলী ধারা, অরিন সুলতানা ইরিন ও আলে রাওদাদ ধ্রুব। অনুষ্ঠানের আহবায়ক জামালউদ্দিন সরদার ও সদস্য সচিব হৃদয় হাসান জানান, তারা এ নিয়ে ২য় বারের মত অনুষ্ঠান করছেন, বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য ধারাহিক ভাবে নবান্ন উৎসব পালন করবেন।

বিডিলাইভ

Leave a Reply