মুন্সীগঞ্জের গজারিয়া থানায় এক কুমারী মাতার নারী নির্যাতন মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বাণিজ্য ও শিল্প বিষয়ক উপদেষ্টা কলিমউল্লাহর ভাতিজা জামাল হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুর দেড়টায় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে রোববার দিবাগত গভীর রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা সংলগ্ন এলাকা থেকে জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।
গজারিয়া থানার এসআই আতাউর রহমান জানান, ‘সম্প্রতি গজারিয়া থানায় এক কুমারীমাতা বাদী হয়ে নারী-শিশু নির্যাতন আইনে এরশাদের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা কলিমউল্লাহর ভাতিজা জামাল হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।’
তিনি আরো জানান, কুমারীমাতা মামলায় উল্লেখ করেন গজারিয়া উপজেলার ঈমামপুর ইউনিয়নের ষোল আলী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জামাল হোসেন প্রায় বছর খানেক আগে বিয়ের প্রলোভন দেখিয়ে একই গ্রামের এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে।
তরুণী অন্তঃসত্ত্বা হয়ে বিয়ের জন্য চাপ দিলে জামাল অস্বীকৃতি জানায় এবং গা ঢাকা দেয়।
ইতোমধ্যে ওই তরুণীর ছেলে সন্তান প্রসব করেছেন।
এ ঘটনায় সম্প্রতি কুমারীমাতা বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করলে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা সংলগ্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জামালকে গ্রেফতার করতে সক্ষম হয়।
শীর্ষ নিউজ
Leave a Reply