মোজাম্মেল হোসেন সজল: বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল হাই বলেছেন, বিএনপি মুক্তিযোদ্ধার দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানও একজন সেক্টর কমান্ডার ছিলেন। তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক। অথচ আওয়ামী লীগ নিজেদের মুক্তিযোদ্ধার দল বলে মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে কবরে পাঠিয়েছে।
এই দখলদার সরকার খুন, গুম, নির্যাতন, হামলা-মামলা, নিপীড়নের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। এখন স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে। তাই অবৈধ এ সরকার এখন দেশের জন্য বোঝা। তাদেরকে তাড়াতে হবে। জনগণ এ অবৈধ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এ জন্য জনগণ ফুঁসে উঠছে। জনগণকে সঙ্গে নিয়ে আগামী আন্দোলনের জন্য প্রস্তুত হতে হতে। এ অবৈধ সরকারকে হটাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের ঘোষণা দিলেই আমাদের রাজপথে নামতে হবে। তিনি আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণদানকালে এসব কথা বলেন।
শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর মল্লিক রিপন, যুগ্ন-সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তোতা মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল আজিম স্বপন, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি খান মনিরুল মনি পল্টন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী গুলজার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক গুলজার হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোতালেব সর্দার, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজম্মের সভাপতি মাহবুব-উল আলম স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি মোখলেছুর রহমান বকুল, শহর যুবদলের সভাপতি কাউন্সিলর এনামুল হক, টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, স্বেচ্ছাসেবদল নেতা পলাশ মাহমুদ প্রমুখ।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply