মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার প্রথম প্রহরে শহরের শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্মলিত স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ফুলেল শ্রদ্ধা জানান মুন্সীগঞ্জ জেলাবাসী। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুন্সীগঞ্জ পৌরসভা, মিরকাদিম পৌরসভা, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, আওয়ামী লীগ, সিভিল সার্জেন, বিএনপি, সরকারী হরগঙ্গা কলেজ, আইনজীবী সমিতি, সদর সাব রেজিষট্রার অফিম, বিভিন্ন স্কুল-কলেজ, সরকারী-বেসরকারী চাকুরীজীবী, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের শ্রেণী পেশাজীবী মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথমে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের নেতৃত্বে প্রশাসন ও মুন্সীগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ফুলেল শ্রদ্ধা জানায় বীর শহীদদের। এরপর পুলিশ সুপার (এস.পি) বিপ্লব বিজয় তালুকদারের নেতৃত্বে পুলিশ শ্রদ্ধা জানান। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু এর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ফুলেল শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তানদের। মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ সভাপতি শহীদ-ই-হাসান তুহিন ও সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহমেদ দীপুর নেতৃত্বে সাংবাদিকরা স্মৃতিসৌধে পুস্পার্ঘ নিবেদন করেন। মুন্সীগঞ্জ সদর পৌরসভার মেয়র একেএম ইরাদত হোসেন মানুর নেতৃত্বে পৌর বাসীর পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান। মিরকাদিম পৌরসভার মেয়র মো. শাহিন এর নেতৃত্বে মিরকাদিম পৌর বাসীর পক্ষে স্মৃতিসৌধে পুস্পার্ঘ নিবেদন করেন। আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. মাসুদ আলমের নেতৃত্বে আইনজীবী সমিতির পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান। ডাক্তারদের পক্ষে জেলা সিভিল সার্জন ডা. শরিফুল আলমের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জানান। মুন্সীগঞ্জ সদর সাব রেজিষ্ট্রার অফিসের পক্ষে সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এএফএম আরিফউজ্জামান (দিদার) এর নেতৃত্বে দলিল লিখক সমিতি স্মৃতিসৌধে পুস্পার্ঘ নিবেদন করেন। এছাড়া, আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুস্পার্ঘ নিবেদন করা হয়।
দিনটি উদর্যাপনে সরকারী ও বেসরকারভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া মুন্সীগঞ্জ জেলা স্ট্রেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এবিনিউজ
Leave a Reply