মুন্সীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে নাটক ‘পদ্মার জীবন’ মঞ্চস্থ হয়েছে। এতে মুক্তিযুদ্ধ, নদী তীরের মানুষের সংগ্রামী জীবন, নদী ভাঙ্গন, লাঠিয়ালদের দৌরাত্ম্য ফুটে উঠে। নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালীর রচনা-নির্দেশনায় এ নাটকে স্থানীয় শিল্পীরা অভিনয় করেন। মঙ্গলবার রাতে জেলা শিল্পকলা একাডেমির এই নাটক দর্শক হৃদয় জয় করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি।
জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ এস এম ওয়াহিদুজ্জামান ও প্রাক্তন অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী, সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ কাদের মোল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। জেলা শিল্পকলা একাডেমি, উপজেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
জনকন্ঠ
Leave a Reply