বাসায় ফিরেছেন চাষী নজরুল ইসলাম : অবস্থা অপরিবর্তনীয়

শারীরিক অবস্থার অবনতি হলে পরিচালক চাষী নজরুল ইসলামকে ৭ ডিসেম্বর ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেনের তত্ত্বাবধানে ১০ দিনের চিকিৎসা শেষে গতকাল সন্ধ্যায় চাষীকে বাসায় নেওয়া হয়েছে বলে জানান তাঁর স্ত্রী জ্যোৎস্না কাজী।

তিনি বলেন, ‘কোনোভাবেই চাষীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। ডাক্তাররা চেষ্টার ত্রুটি করছেন না, কিন্তু কোনো ফল নেই। বাধ্য হয়ে বাসায় নিযে এসেছি। পারিবারিক সেবা ছাড়া আর কোনো উপায়ও নেই। তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’ চাষী এখন কমলাপুর জসিম উদ্দীন রোডের বাসায় আছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছেন বলে জানান ডাক্তার। একুশে পদক পাওয়া গুণী এই পরিচালকের উল্লেখযোগ্য ছবি ‘ওরা ১১ জন’, ‘দেবদাস’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘শাস্তি’, ‘শোভা’ ইত্যাদি।

কালের কন্ঠ

Leave a Reply