৫ দিনব্যাপী রোবার মুট ও বিদ্যুৎ ক্যাম্প শুরু

মুন্সীগঞ্জের পাঁচদিন ব্যাপাী জেলা রোবার মুট ও বিদ্যুত ক্যাম্প বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছে। মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন কলেজ থেকে ১২টি এবং জেলার বাইরে থেকে আরও ২টি সহ ১৪টি স্কাউট দল এতে অংশ নিচ্ছে। সরকারী হরগঙ্গা কলেজ মাঠে এর আনুষ্ঠঅনিক উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও বঙ্গবন্ধু ঘনিষ্ঠসহচর আলহাজ মো. মহিউদ্দিন। জেলা স্কাউট কমিশনার সরকারী হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুখেনর চন্দ্র ব্যানার্জী মুটশীপের দায়িত্ব পালন করেন।

মুন্সীগঞ্জ জেলা রোভার স্কাউট আয়োজিত আয়োজনে অতিরিক্ত জেলা জেলা প্রশাসক মো. ফজলে আজিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এসএম ওয়াহিদুজ্জামান, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply