গজারিয়ায় বাল্য বিয়ে দেয়ায় মাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অষ্টম শ্রেণির মেয়েকে বিয়ে দেয়ার আয়োজন করার অপরাধে মাকে জরিমানা করার খবর পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সোনাইরকান্দি গ্রামের আলী নূর মিয়ার মেয়ে স্থানীয় বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সীমা আক্তার কে আপন খালাতো ভাইয়ের সাথে বিয়ের আয়োজনের অভিযোগে সীমার মা হাজী ফাতেমা বেগম কে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা বিলকিস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই জরিমানা করেন। মাহবুবা বিলকিস বলেন, ১৯২৯ সালের বাল্য বিবাহ নিরোধ আইনের ৬ ধারা বলে বিয়ের আসরে মেয়ের মাকে জরিমানা করা হয়েছে।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply