বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ

বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিএনপির সিনিয়র সহ সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে শহর ছাত্রলীগ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ প্রতিবাদ কর্মসূচী পালন করে তারা।

বাংলাদেশ ছাত্রলীগ মুন্সীগঞ্জ শহর শাখার সভাপতি নছিবুল আহমেদ নোবেলের নেতৃত্বে শহরের পুরাতন কাচারী এলাকা থেকে তারেক রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা মিছিল নিয়ে প্রধান প্রধার সড়ক প্রদক্ষিন করে শহরের থানারপুল মুক্তিযুদ্ধ অন্কুর ভাসকর্য সামনে কুশপুত্তলিকা দাহ করে। পরে বিএনপির সিনিয়র সহ সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে আবারও বিক্ষোভ মিছিল নিয়ে জুবলী রোড প্রদক্ষিন করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় শহর ছাত্রলীগের নেতৃবৃন্দসহ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিডিলাইভ

Leave a Reply